Homeজাতীয়রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠনে সার্চ কমিটির বৈঠক হয়নি

রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠনে সার্চ কমিটির বৈঠক হয়নি

[ad_1]

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বুধবার নির্বাচন কমিশন (ইসি) গঠনের দায়িত্বে থাকা সার্চ কমিটির বৈঠক হবার কথা থাকলেও তা  হয়নি।

রাষ্ট্রপতি ভবন সুত্র বাংলা ট্রিবিউনকে  এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে না আসায় বৈঠকটি হয়নি। সার্চ কমিটি চাইলে নতুন সময়সূচি পরে জানানো হবে।’

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার।

নিয়ম অনুযায়ী, সার্চ কমিটি গঠন করার পর প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের প্রতি পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করার কথা। এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারকে নির্বাচন করেন।

সে হিসেবে কমিটি গঠনের পরে ২২দিন ইতোমধ্যে চলে গেছে।

জানা বিষয় হচ্ছে, গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করলে নির্বাচন কমিশনারদের পদ শূন্য হয়ে যায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত