Homeবিনোদনএগুলো ট্রেন্ডি নাটক: তারিক আনাম

এগুলো ট্রেন্ডি নাটক: তারিক আনাম

[ad_1]

বরেণ্য নাটক-চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। এখন অবধি তিনি অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সব ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ করা এই অভিনেতার নতুন একটি নাটক এরই মধ্যে চলে এসেছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে। নাম ‘জামাই শ্বশুরের লড়াই’। রচনার পাশাপাশি এটি পরিচালনা করেছেন মোহিন খান।

এ নাটকে তারিক আনাম খান শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন। তার জামাইয়ের ভূমিকায় নিলয় আলমগীর, নিলয়ের স্ত্রীর ভূমিকায় আছেন হিমি।

গত ১৮ নভেম্বর নাটকটি নিলয়ের ইউটিউব চ্যানেল ‘নাফ’-এ প্রকাশের পর কয়েকদিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এখন পর্যন্ত নাটকটি ইউটিউবে উপভোগ করেছেন ২১ লাখের বেশি দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘প্রিয় শ্বশুর আব্বা নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছিলাম। পরবর্তী সময়ে প্রকাশ পেল জামাই শ্বশুরের লড়াই। শ্বশুর যেন দর্শকের মধ্যে বিশাল একটি জায়গা করে নিয়েছে। খুব সাধারণ গল্পের মধ্য দিয়েই কমেডিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে। বলা যেতে পারে এগুলো ট্রেন্ডি নাটক। এ নাটকে অভিনয়ের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছি। সম্প্রতি রাস্তায় বের হওয়ার পর একজন শ্রমিকের কাছ থেকেও নাটকটি সম্পর্কে আমি তার ভালো লাগার কথা জানতে পেরেছি।’

এ নাটকে নিলয় ও হিমির সঙ্গে কাজের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তার। এ নিয়ে তিনি আরও বলেন, ‘নিলয় অনেক সংগ্রামের পর অভিনয়ে নিজের একটি অবস্থান করে নিতে পেরেছে। প্রফেশনাল শিল্পীদের অভিনয়ে কারিশমা থাকে। নিলয়ের মধ্যে সেই ব্যাপারটা আছে, যে কারণে তার নাটকের প্রতি দর্শকের এখন প্রবল আগ্রহ রয়েছে। আর হিমিও তার কাজটি মন দিয়ে করে। কাজের প্রতি দুজনেরই প্রবল ভালোবাসা রয়েছে।’

তারিক আনাম খানকে নাটকের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করতে দেখা যায়। তার অভিনীত জনপ্রিয় ওটিটি কনটেন্টের মধ্যে রয়েছে ‘ভাইরাস’, ‘অসময়’, ‘পাঞ্চ ফোরন’, ‘একাত্তর’, ‘বুকের মধ্যে আগুন’ ইত্যাদি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত