[ad_1]
পুলিশ সূত্র জানায়, খুন হওয়া রইস উদ্দিন শাহজাদপুর উপজেলার কংলাকান্দা এলাকার অমর আলীর ছেলে। রইস উদ্দিনকে হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজন হলেন একই উপজেলার নলুয়া গ্রামের আজিজ মণ্ডলের ছেলে মামুন সেখ (২৮) এবং জুগ্নীদহ পশ্চিমপাড়া গ্রামের রানু সেখের ছেলে জয়নাল সেখ (৫০)।
মুদিদোকানি রইস উদ্দিন হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করে পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাদপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নলুয়া বটতলা এলাকার রইস উদ্দিনের একটি মুদিদোকান আছে। প্রথম স্ত্রী মারা যাওয়ায় পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু প্রায় ৯ বছর আগে তাঁর দ্বিতীয় স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে যান। এরপর তিনি আর বিয়ে করেননি। নিজ বাড়িতে তিনি নিজেই রান্না করে খেতেন। মাঝেমধ্যে দোকানের পাশেই একটি ঘরে রাতে থাকতেন।
[ad_2]
Source link