Homeজাতীয়এবার আক্ষেপ ঘোচাতে মরিয়া অজিরা

এবার আক্ষেপ ঘোচাতে মরিয়া অজিরা

[ad_1]

আজ থেকে শুরু হচ্ছে বহুল আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। অস্ট্রেলিয়ার পার্র্থের ওয়াকা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে। সর্বশেষ দুই সফরেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। টানা তৃতীয়বারের মতো সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দশ বছর টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ এবার ঘোচাতে মরিয়া প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। 

সিরিজ জয়ের লক্ষ্যের পাশাপাশি তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথে টিকে থাকার চ্যালেঞ্জও রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকেটের জন্য বোর্ডার-গাভাস্কার এবারের সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের কাছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। সেবারই প্রথম অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট জয়ের রেকর্ড গড়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

এরপর ২০২০ সালে পরের সফরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জয়ের নজির গড়ে ভারত। ওই সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলি ও শেষ তিন সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন আজিঙ্কা রাহানে। এবার নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শুরু করবে ভারত। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কারণে প্রথম টেস্টে খেলছেন না রোহিত। দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেওয়ার কথা তার। রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে নেতৃত্ব দিবেন দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। দল যখন মহাচাপে ঠিক সেই সময় নেতৃত্ব দিতে যাচ্ছেন বুমরাহ।  পার্থ টেস্ট থেকে নতুন করে শুরু করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ।

ভারতের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাওয়া এই পেসার বলেন, ‘ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা শিক্ষা নিয়েছি। অবশ্যই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আমরা হতাশ। কিন্তু আমরা অতীতের কোনো বোঝা বইতে চাই না।’ এদিকে ভারতকে এবার কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দিন থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত অজি অধিনায়ক প্যাট কামিন্সের। পার্থ টেস্টে অবশ্য ঝামেলা করতে পারে বৃষ্টি। কেননা, গত কিছু দিন ধরেই সেখানে বৃষ্টি হচ্ছে। ম্যাচের সময়েও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এখন পর্যন্ত ১০৭টি টেস্ট খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত ৩২ ও অস্ট্রেলিয়া জিতেছে ৪৫ ম্যাচে। ১টি টাই আর বাকী ২৯টি ম্যাচ ড্র।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত