[ad_1]
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:২১, ২২ নভেম্বর ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেকপাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, দুপুরে উপজেলার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেক পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স ২৫-২৬ বছরের মধ্যে হবে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অর্ধগলিত মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা/রফিক/ইমন
[ad_2]
Source link