Homeদেশের গণমাধ্যমেবরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২

[ad_1]


বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২২ নভেম্বর ২০২৪  

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২


বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁরাকুপি নামক এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চালক মুকুল হোসেন (৩৫) ও ব্যবসায়ী বাদল মোল্লা (৪০)। এদের মধ্যে ব্যবসায়ী বাদল মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার চুমুরদি গ্রামে মোতাহার মোল্লার ছেলে। তবে ট্রাক চালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কের তাঁরাকুপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মুকুল ও ব্যবসায়ী বাদল মোল্লা নিহত হন। 

ওসি আরও জানান, ট্রাকটি পুকুর থেকে উদ্ধারের কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/পলাশ/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত