Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার

[ad_1]

চট্টগ্রামে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্তলসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো, মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিনগত রাতে চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া পিস্তলটি যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, চান্দগাঁও টেকবাজার পুল সংলগ্ন শাহেদ বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি কক্ষে পেশাদার অস্ত্র কারবারিরা অবস্থান নিয়েছে, এমন খবরে রাত সোয়া তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় তিন অস্ত্র কারবারিকে বিদেশি পিস্তলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পেশাদার অস্ত্র কারবারি। তারা পার্বত্য জেলা বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের রিমান্ডে এনে অস্ত্রের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।

এমডিআইএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত