বাংলাদেশ ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে ‘স্ত্রী টু’ ছবির ‘আজ কি রাত’ শিরোনামের গান। কয়েক সপ্তাহ ধরে গানটি তালিকার ১ নম্বরে আছে। ৪ সপ্তাহ আগে ইউটিউবে আপলোড হওয়া গানটির সংগীত পরিচালক শচীন-জিগার। অমিতাভ ভট্টাচার্যের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী, দিব্য কুমার ও শচীন-বাগচী। পর্দায় গানটিতে দেখা গেছে তামান্না ভাটিয়া, পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাওকে।