Homeজাতীয়৬৭ তেও গ্ল্যামার ছড়াচ্ছেন ডিম্পল

৬৭ তেও গ্ল্যামার ছড়াচ্ছেন ডিম্পল

[ad_1]

মেকআপ করলেও নিজের মুখের বলিরেখা স্পষ্টভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে কিন্তু পিছপা হননি ডিম্পল।  প্রকাশিত ছবিগুলিতে তাকে অনবদ্য পোশাকে এবং গয়নায় দেখা যায়। ম্যাগাজিনের ফটোশুট থেকে ডিম্পল কাপাডিয়ার নতুন রূপে মজেছেন সকলেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই প্রচ্ছদের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ভোগ ইন্ডিয়া লিখেছে, আপনি হয়তো পাঁচ দশকের বেশি সময় ধরে ডিম্পল কাপাডিয়াকে বড় পর্দায় দেখেছেন। কিন্তু এ কথা ভেবে ভুল করবেন না যে, আপনি তাকে জানেন। যখন আমরা তার কাছের মানুষদের যেমন ডিজাইনার সান্দীপ খোসলা, অভিনেত্রী অমৃতা সিং, পরিচালক হোমি আদাজানিয়া এবং তার ভাতিজা কারান কাপাডিয়ার কাছ থেকে গভীর দৃষ্টিভঙ্গি সংগ্রহ করি, তখন আমরা আবিষ্কার করি যে টেক্সটবুক জেমিনি আসলে একেবারে সোজা আর রহস্যময়—দ্বিধাবিভক্ত।

একটি ছবিতে ব্লোআউট ওয়েভে সুন্দর স্টাইল করা চুল এবং অফ-শোল্ডার নেভি ব্লু পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল ডিম্পল কাপাডিয়াকে। অভিনেত্রী একটি স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন এবং গ্ল্যামের জন্য বেছে নেন স্মোকি আইজ, মাস্কারা, ব্লাশ ও লিপস্টিক।

আরেকটি ছবিতে ৬৭ বছর বয়সী এই তারকার পরনে ছিল কালো টার্টলনেক টপ, অ্যাসিমেট্রিক র‌্যাপ স্কার্ট এবং পান্না সবুজ ওভারলে। তিনি একটি অ্যাকোয়ামেরিন স্ল্যাব নেকলেস, পান্না সবুজ উইং কানের দুল এবং কালো স্টিলেটো দিয়ে পোশাকটি পরেন। চুলে তিনি কোফড হেয়ারস্টাইল করেন।

 

ডিম্পল কাপাডিয়ার মেয়ে, অভিনেতা থেকে লেখক হওয়া টুইঙ্কল খান্না ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘সুপার মারিও ব্রোস যেমন বলত ‘মাম্মা মিয়া!’  

১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়েসে রাজ কাপুরের সিনেমা ‘ববি’ দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন ডিম্পল কাপাডিয়া। সেই ছবিতেই বাজিমাত করেন তিনি। তার সঙ্গে নায়কের ভূমিকায় ছিলেন আরেক টিনেজার অভিনেতা ঋষি কাপুর। দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিংকির জন্মের পর ১৯৮৪ সালে বিচ্ছেদ হয় রাজেশ খান্নার। তারপরই পুরোদমে সিনেমায় ফেরেন ডিম্পল। পরিণত বয়সেও নানা চরিত্রে বভিন্ন লুকে অভিনয় করে নজর কাড়েন তিনি। রূপালি পর্দার বাইরেও ডিম্পল এক সুপারস্টাইলিশ নারী। আর ভোগ সাময়িকীর ছবিগুলো সেকথা খুব জোরালোভাবেই বলছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত