[ad_1]
রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় ১০টি পথ কুকুর ও ১টি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় অভিযোগ দায়ের করেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার (প) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর কুকুর ও বিড়ালকে হত্যার ঘটনা ঘটে৷
ঘটনার পর আদাবর থানা পুলিশ, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঢাকার দূর-দূরান্ত থেকে আসা প্রাণী অধিকারকর্মীরা জানতে পেরে যে, এখানকার ফ্ল্যাট-মালিকরা অনেকদিন ধরেই পথ কুকুরদের উপর নির্যাতন করছিল এবং এদেরকে কেউ খাবার দিলে সেসব ব্যক্তিকেও হয়রানি করতো। এছাড়া জেজিসি লাইফ সেইফটি নামক সংগঠনের নামে কুরুচিপূর্ণ ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন অংশে টাঙিয়ে দেওয়া হয়।
হত্যার জন্য খাবারে বিষপ্রয়োগ ও হত্যার উসকানি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাইলে মালিকদের সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানুর নানা অজুহাত দেখান। এর আগে, গত মার্চ মাসে কুকুরদের খাবার দেওয়ার অপরাধে দুজন নারী শিক্ষার্থীকে অপদস্থ করা হয়। এমনকি সরকারদলীয় গুন্ডাদের ডেকে এনে স্বেচ্ছাসেবীদের ভয় দেখানোর নজিরও আছে।
এমতাবস্থায় এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক আইনি ব্যবস্থা ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রাণি অধিকারকর্মীদের পক্ষে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার (প) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এছাড়া এই ঘটনায় আরও মামলা ও অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন।
এছাড়া এ ঘটনার শনিবার বিকালে বিচারের দাবিতে জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ করেন প্রাণী অধিকারকর্মীরা। সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চান।
এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করলে, তিনি ময়নাতদন্তসহ আইনি সহায়তার আশ্বাস দেন।
[ad_2]
Source link