Homeদেশের গণমাধ্যমেচাঁদপুর বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস শুরু

চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস শুরু

[ad_1]


চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৩ নভেম্বর ২০২৪  
আপডেট: ২২:৩০, ২৩ নভেম্বর ২০২৪

চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস শুরু


দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৪ নভেম্বর) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) সব বিভাগের ক্লাস শুরু হবে। তবে ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে না বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে জরুরি এক সভায় চাঁবিপ্রবি প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। শনিবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

এর আগে, গত ৯ নভেম্বর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন অভিভাবক শূন্য ক্যাম্পাসে উপাচার্য হিসেবে যোগদানের পরই নানা উদ্যোগ গ্রহণ করেন। গত ১৭ নভেম্বর থেকে ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ করলেও দুজন শিক্ষকের অব্যাহতি, জনবল সংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পরিপ্রেক্ষিতে তা সম্ভব হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১৯ ও ২০ নভেম্বর চাঁবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা নিরসনে ইউজিসির সঙ্গে বসেন। সেখানে দুজন শিক্ষকের অব্যাহতি জনিত সমস্যার সমাধান, জনবল সংকট, স্থায়ী ক্যাম্পাসসহ সব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। 

উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার (২৩ নভেম্বর) থেকে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা নিয়মিত শুরু হবে। এটা সত্যিই আমাকে আশান্বিত করছে।”

তিনি বলেন, “জনবল সংকটসহ সব সমস্যার মোকাবেলা করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

চাঁবিপ্রবির আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন এ তিন বিভাগের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৮টায় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য।

ঢাকা/অমরেশ/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত