Homeজাতীয়দুই মাস দিনের আলো দেখবে না শহরের বাসিন্দারা

দুই মাস দিনের আলো দেখবে না শহরের বাসিন্দারা

[ad_1]

যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহরের বাসিন্দারা আগামী দুই মাস দিনের আলো দেখবে না। অর্থাৎ আগামী দুই মাস এখানে সূর্য উঠবে না।

 

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, গত ১৮ নভেম্বার শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানেপোলার নাইটশুরু হয়েছে। সেখানে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না।

তবে সূর্য দেখা যায় না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকে না।

এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময়ও বাড়বে।

আলাস্কার উটকিয়াগভিতে আগামী ২২ জুন স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে আবারও সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার

২০২০ সালের তথ্যানুযায়ী, প্রথম শ্রেণির এই শহরটিতে প্রায় ৫ হাজার মানুষ বাস করেন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত