Homeদেশের গণমাধ্যমেচাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

[ad_1]

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে শাহবাগে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দাঁড়াতে দেয়নি। এরপর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের দিকে এগুলোতে থাকেন। তারা জানিয়েছেন, রাজু ভাস্কর্যে গিয়ে তারা সমাবেশ করবেন।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ। ছবি: সাজ্জাদ হোসেন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ এর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানান, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, শর্তসাপেক্ষে উন্মুক্ত এবং আবদুল মুয়িদ চৌধুরীর কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

গত ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরে ১৯ নভেম্বর ‘৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভ তার কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘যদি কেউ ৩২ কে অযৌক্তিক মনে করে তাহলে তারা ভিন্ন নামে আন্দোলন করতে পারে। তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে, সেটির বিলুপ্তি ঘটাতে আজকে এই কার্যক্রম।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত