Homeদেশের গণমাধ্যমেজয়সোয়ালের কীর্তি, কীর্তিতে জয়সোয়াল | প্রথম আলো

জয়সোয়ালের কীর্তি, কীর্তিতে জয়সোয়াল | প্রথম আলো

[ad_1]

গত বছর টেস্টে অভিষিক্ত জয়সোয়াল এ বছর তিনটি ১৫০‍+ রানের ইনিংস খেললেন। তাঁর আগে টেস্টে এক বছরে ভারতের হয়ে ন্যূনতম তিনটি ১৫০‍+ রানের ইনিংস খেলেছেন তিনজন—শচীন টেন্ডুলকার (২০০২, ২০০৪), বীরেন্দর শেবাগ (২০০৪,২০০৮) ও বিরাট কোহলি (২০১৬, ২০১৯)।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন ভারতের তিন ব্যাটসম্যান। ১৯৬৮ সালে ব্রিসবেন টেস্টে এম এল জয়সীমা ও ১৯৭৭ সালে সেই ব্রিসবেনেই সুনীল গাভাস্কার। দুটি সেঞ্চুরিই ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে। জয়সোয়াল? হ্যাঁ, পার্থে ভারতের সেই দ্বিতীয় ইনিংসেই!

জয়সোয়ালে দারুণ এক প্রতিভার সন্ধান পেয়েছে ভারত
এএফপি

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে জয়সোয়ালের চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন ৭ ব্যাটসম্যান। তবে শুধু ভারতীয় ক্রিকেটের হিসেবে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি আরেক ইনিংসে ১৫০‍+ রানের ইনিংস খেললেন জয়সোয়াল। প্রথমজন মাধবরাও আপ্তে, ১৯৫৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (০ ও ১৬৩*)।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত