[ad_1]
৩
গত বছর টেস্টে অভিষিক্ত জয়সোয়াল এ বছর তিনটি ১৫০+ রানের ইনিংস খেললেন। তাঁর আগে টেস্টে এক বছরে ভারতের হয়ে ন্যূনতম তিনটি ১৫০+ রানের ইনিংস খেলেছেন তিনজন—শচীন টেন্ডুলকার (২০০২, ২০০৪), বীরেন্দর শেবাগ (২০০৪,২০০৮) ও বিরাট কোহলি (২০১৬, ২০১৯)।
৩
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন ভারতের তিন ব্যাটসম্যান। ১৯৬৮ সালে ব্রিসবেন টেস্টে এম এল জয়সীমা ও ১৯৭৭ সালে সেই ব্রিসবেনেই সুনীল গাভাস্কার। দুটি সেঞ্চুরিই ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে। জয়সোয়াল? হ্যাঁ, পার্থে ভারতের সেই দ্বিতীয় ইনিংসেই!
৭
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে জয়সোয়ালের চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন ৭ ব্যাটসম্যান। তবে শুধু ভারতীয় ক্রিকেটের হিসেবে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি আরেক ইনিংসে ১৫০+ রানের ইনিংস খেললেন জয়সোয়াল। প্রথমজন মাধবরাও আপ্তে, ১৯৫৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (০ ও ১৬৩*)।
[ad_2]
Source link