[ad_1]
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল স্থলবন্দরে দেখা গেছে, ভারতফেরত যাত্রীরা ভারী ব্যাগপত্র নিয়ে বন্দরে এসে পরিবহন না পেয়ে বিপাকে পড়ছেন। ইজিবাইকে করে তাঁদের সদ্য চালু হওয়া চার কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনালে গিয়ে যশোর-বেনাপোল রুটে চলাচল করা লোকাল বাসে উঠতে হচ্ছে। যশোরে গিয়ে তাঁরা দূরপাল্লার বাস ধরছেন।
ভারত থেকে ফেরা নারায়ণগঞ্জের বাসিন্দা রবিউল রনি বলেন, ‘আমরা চারজন মিলে চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতে গিয়েছিলাম। ফেরার পথে দেখি, দূরপাল্লার কোনো পরিবহন নেই। দেড় ঘণ্টা কাউন্টারে কাউন্টারে ঘুরেছি। কিন্তু সব কাউন্টারই বন্ধ। এখন ভারী ব্যাগ নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে। কী যে ভোগান্তিতে পড়েছি। এতে খরচও বেড়ে গেছে।’
পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা গেল, স্থানীয় বাসগুলো যাত্রীদের টার্মিনালে নামিয়ে দিচ্ছে। এরপর ভারতগামী যাত্রীরা ব্যাগপত্র নিয়ে ইজিবাইক ও ভ্যানে বন্দরে যাচ্ছেন।
[ad_2]
Source link