Homeপ্রবাসের খবরসায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

[ad_1]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ৩০ দিনের জন্য সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশনা দেয়া হয়।

সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের লেনদেন ও অন্যান্য তথ্য (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয় বলে বিজ্ঞপ্তিতেহ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনার আওতায় লেনদেন স্থগিতকৃত হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ -এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়।

সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশে গঠিত হয়।

শেখ হাসনার সরকারের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া পুতুল বর্তমানে দিল্লিতে কর্মরত।

ছাত্র-জনতার অভ্যূত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া তার মা শেখ হাসিনা দিল্লিতেই কোনো এক গোপন জায়গায় ভারত সরকারের নিরাপত্তায় অবস্থান করছেন।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত