Homeঅর্থনীতিসুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

[ad_1]

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটিকে সহায়তাদানকারী হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, অর্থসচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থানসচিব এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রশাসককেও কমিটিতে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদ কমিটিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রমিক অসন্তোষ নিরসনে আশু, মধ্যমেয়াদি ও স্থায়ী সমাধানের সুপারিশ দিতে বলা হয়েছে।

বেক্সিমকো ছাড়াও এমন প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ নিশ্চিতকরণের জন্য করণীয় নির্ধারণের দায়িত্বও এই কমিটিকে দেওয়া হয়েছে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

হাইকোর্টের নির্দেশে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপে ১০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। রিসিভারকে এই গ্রুপের সব প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য একজন রিসিভার নিয়োগ দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

তবে বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ আংশিক স্থগিত করেন আপিল বিভাগ। ওই আদেশ অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভার নিয়োগ স্থগিত রাখা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত