Homeদেশের গণমাধ্যমেনাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪৫ জনের নাম ঘোষণা

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪৫ জনের নাম ঘোষণা


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন দেয়।

মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের ‘কেন্দ্রীয় সদস্য’ ঘোষণা করা হলো— ১. সারজিস আলম, ২. আলী আহসান জোনায়েদ, ৩. দেবাশীষ চক্রবর্তী, ৪. মোহাম্মদ এজাজ, ৫. শেখ তাসনিম আফরোজ ইমি, ৬. কৈলাশ চন্দ্র রবিদাস, ৭. রাফে সালমান রিফাত, ৮. উশ্যে প্রু মারমা, ৯. উম্মে হাবিবা বেনজির, ১০. মীর আরশাদুল হক, ১১. আলী নাছের খান, ১২. মামুনুর রশীদ, ১৩. আবু সাঈদ লিওন, ১৪. সাকিব মাহদী, ১৫. জোবাইরুল হাসান আরিফ, ১৬. সৈয়দা নীলিমা দোলা, ১৭. শরিফ ওসমান হাদি, ১৮. আলী আম্মার মুয়াজ, ১৯. আরেফিন মোহাম্মদ, ২০. ভীম্পাল্লী ডেভিড রাজু।

এছাড়াও নতুন সদস্য হিসেবে রয়েছেন— ২১. কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, ২২. সোনামণি কর্মকার, ২৩. ডা. মিনহাজুল আবেদীন, ২৪. সাইদ উজ্জ্বল, ২৫. মো. বুরহান উদ্দিন নোমান, ২৬. মো. রাকিব হোসেন, ২৭. মো. আরিফুর রহমান (তুহিন), ২৮. রাফিদ ভুঁইয়া, ২৯. জয়নাল আবেদীন শিশির, ৩০. জনি আকন্দ, ৩১. মিয়াজ মেহরাব তালুকদার, ৩২. মো. নাইম আহমাদ, ৩৩. সাগর বড়ুয়া, ৩৪. প্লাবন তারিক, ৩৫. এম ওয়ালি উল্লাহ, ৩৭. মোশফিকুর রহমান জোহান, ৩৮. সাদিয়া ফারজানা, ৩৯. সাইফুল্লাহ হায়দার, ৪০. মোল্লা মোহাম্মদ ফারুক এহছান, ৪১. এহতেশাম হক, ৪২. অরণি সেমন্তি খান, ৪৩. মাহবুব আলম মাহির, ৪৪. ডা. আশরাফুল আলম সুমন ও ৪৫. দ্যুতি অরণ্য চৌধুরী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত