চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবলীগ কর্মী মো. দেলোয়ার হোসেন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
দেলোয়ার হোসেন উপজেলার চরতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতির আলী চানপাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগের নেতা মোহাম্মদ সাইফুল ইসলামের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।