Homeদেশের গণমাধ্যমে‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম

‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম

[ad_1]

নিজেদের রেকমেন্ডেশনে যা দেখছেন, অনেক সময় তা নিয়ে সন্তুষ্ট থাকেন না ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে এবার তাদের সেই মুশকিল আসান হতে চলেছে। কারণ তারা শীঘ্রই রিসেট বাটনে চাপ দিতে পারবেন। মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটা নতুন সুবিধা এনে দিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে রিফ্রেশ করে দিতে পারবেন।

সম্প্রতি একটি ব্লগ পোস্ট প্রকাশ করে মেটা বলেছে, ব্যবহারকারীদের রেকমেন্ডেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে। কেমন কনটেন্ট তারা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তারা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট দেখানো হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য শীঘ্রই এই ফিচার রোলআউট করা হবে।

কন্টেন্ট রেকমেন্ডেশন রিসেট করার জন্য সেটিংস অ্যান্ডজিটি-তে যেতে হবে। এরপর কনটেন্ট প্রিফারেন্স দিতে হবে। এবার রিসেট সাজেস্টেড কনটেন্টএ ক্লিক করতে হবে।

রিসেটিংয়ের সময় ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলো তারা ফলো করছেন। যার ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলো থেকে শেয়ার হওয়া কনটেন্ট তারা পছন্দ করেন না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত