Homeবিনোদনধারাবাহিকে তুষার-চুমকি

ধারাবাহিকে তুষার-চুমকি

[ad_1]

গুণী অভিনেতা তুষার খান ও নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি। প্রচার চলতি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন তারা। নাটকের নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।

নাটকটিতে চুমকির মায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তুষার খান। এর আগেও তুষার খান ও চুমকি একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে সেসব নাটকের কোনোটাই আপাতত ইউটিউবে পাওয়া যাচ্ছে না। তুষার ও চুমকি আগে যেসব নাটকে অভিনয় করেছেন সেসব নাটক সাধারণত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এটিএন বাংলা ও চ্যানেল আইতে বেশি প্রচারিত হয়েছে।

‘স্মৃতির আল্পনা আঁকি’ নিয়ে তুষার খান বলেন, ‘আমি সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করি। তাই গল্পের প্রয়োজনেই এ নাটকের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আমার চরিত্রের নাম সাজ্জাদ। আমি চুমকির মায়ের একসময়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। এক দশক পর মুরাদের পরিচালনায় এ নাটকে অভিনয় করছি। তার সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভালো লাগে। ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করে মুরাদ। চুমকি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আজ তার জন্মদিন, এটাও আমি অবগত আছি। তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক অনেক শুভকামনা চুমকি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া।’

আজ চুমকির জন্মদিন। দিনটি কেমন কাটবে এবং অভিনেতা তুষারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “তুষার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। শিল্পী হিসেবে তিনি নিঃসন্দেহে ভীষণ গুণী শিল্পী। তার সঙ্গে এর আগেও অনেক নাটকে কাজ করেছি। ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে তাকে পেয়েও ভীষণ ভালো লাগল। আমরা কাজটা ভীষণ উপভোগ করছি। মুরাদকে ধন্যবাদ তুষার ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর আজ আমার জন্মদিন, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দিনটি আমি আমার পরিবারের সঙ্গেই কাটাব।’

অভিনয়ে চুমকির ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়েছে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় একটি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি। সামনে আরও বেশ কিছু নতুন নাটকে কাজ করারও পরিকল্পনা রয়েছে তার। তুষার খান এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া ‘হা শো’র প্রধান তিন বিচারকের একজনের ভূমিকায় কাজ করছেন। এর আগেও তিনি এই রিয়ালিটি শোর বিচারক হিসেবে কাজ করেছিলেন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত