Homeদেশের গণমাধ্যমেজামালের পর আর্জেন্টিনায় যেমন অভিজ্ঞতা হলো বাংলাদেশের স্বাধীনের

জামালের পর আর্জেন্টিনায় যেমন অভিজ্ঞতা হলো বাংলাদেশের স্বাধীনের

[ad_1]

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে খেলে এসেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সেখানে খেলে অভিজ্ঞতা তেমন সুখকর ছিল না। কোনও পারিশ্রমিকই পাননি। এ নিয়ে ফিফার সঙ্গে দেন-দরবার চলছে। এরই মধ্যে জামালের মতো বাংলাদেশের আরেক ফুটবলার মিনহাজুল করিম স্বাধীনেরও আর্জেন্টিনাতে খেলার অভিজ্ঞতা হয়েছে।

জামাল যেমন তৃতীয় বিভাগের দলে খেলেছেন, স্বাধীরের লক্ষ্যটা ছিল ভিন্ন- সেখানে গিয়ে যে কোনও দলের হয়ে অনুশীলনের পাশাপাশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেওয়াটা। সেটা করে এরই মধ্যে দেশেও চলে এসেছেন গতবার শেখ জামালে অনুশীলনে থাকা ফরোয়ার্ড।

আগস্টের শুরুতে গিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে চলে এসেছেন স্বাধীন। এই তিন মাসে নানান অভিজ্ঞতা হয়েছে। মূলত জাতীয় দলের সাবেক ট্রেনার আর্জেন্টাইন এরিয়েল কোলম্যানের মাধ্যমে আর্জেন্টিনার তিনটি শহরের নিচের দিকের ক্লাবগুলোতে অনুশীলন ও খেলার সুযোগ পান স্বাধীন। বুয়েন্স আয়ার্স, লা প্লাতা ও হুনিনে শহরে গিয়ে একেক সময় একেক ক্লাবে থেকেছেন। দুটি টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলে তিনটি গোলও করেছেন।

কোলম্যানের সঙ্গে স্বাধীন

স্বাধীন এখন বসুন্ধরা কিংসের হয়ে অনুশীলন করছেন। লিগের দ্বিতীয় পর্বে মাঠে নামার ইচ্ছা। তার আগে বাংলা ট্রিবিউনকে স্বাধীন বলেছেন, ‘আমার ইচ্ছা ছিল আর্জেন্টিনায় গিয়ে সেখানকার ফুটবল নিজের চোখে দেখবো। শেখার চেষ্টা করবো। অনেক চেষ্টার পর গিয়েছি। তিন মাস থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে। যা আমার ক্যারিয়ারে কাজে লাগবে।’

আর্জেন্টিনায় থাকা ও খাবারের খরচ ক্লাবগুলো দিয়েছে। বিমান ভাড়ার ৫০ভাগও। এছাড়া পেয়েছেন হাতখরচ। স্বাধীন বলেছেন, ‘দেশে আর্জেন্টিনার দূতাবাস থেকে আমি প্রথম ভিসা নিয়ে গিয়েছি। আমার ইচ্ছা ছিল সেখানে গেয় সবকিছু দেখা। কিছু শেখারও। ম্যারাডোনা-মেসির দেশের ফুটবল নিজের চোখে দেখে ভালো লেগেছে। ক্লাবগুলোতে থেকে অনুশীলন ও খেলতে পেরে খারাপ লাগেনি।’

নিজেদের দেশের অভিজ্ঞতাও তাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন স্বাধীন। জানালেন, ‘আমি ওদেরকে বাংলাদেশের খেলার ভিডিও দেখিয়েছি। ওরা বাংলাদেশ সম্পর্কে আগে থেকে জানতো। ভিডিও দেখে খুশি হয়েছে। এছাড়া ওদের কেউ কেউ আছে ২০১৯ সালে মেসিদের সঙ্গে অনুশীলনে সুযোগ পেয়েছিলেন। তাদের কাছ থেকে সেই অভিজ্ঞতাও শুনেছি। শুনে রোমাঞ্চিত বোধ করেছি।’

সুযোগ পেলে ম্যারাডোনা-মেসিদের দেশে আবার যাবেন স্বাধীন। আবারও সেই অপেক্ষায় আছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত