Homeদেশের গণমাধ্যমেভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক

[ad_1]

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে ৭ ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু বন্দরে প্রবেশ করছে।

আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২টি ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এ ছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনো ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে।

তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিংকৃত পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছে না। এজন্য আগামী কয়েকদিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

ভোমরা স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, এখন পর্যন্ত ভারত সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ছাড়া এল সি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত