Homeলাইফস্টাইলমালদ্বীপে ভ্রমণ খরচ বাড়ছে চার গুণ

মালদ্বীপে ভ্রমণ খরচ বাড়ছে চার গুণ

[ad_1]

ভ্রমণপ্রেমীদের অন্যতম স্বপ্নের গন্তব্য মালদ্বীপ। টানা পঞ্চমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্য হিসেবে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ) পুরস্কার জিতেছে মালদ্বীপ। এশিয়ার এই ক্ষুদ্র রাষ্ট্রটিতে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা। তাই অনেকেই হুটহাট উড়াল দেন অবসর কাটাতে।

তবে এবার মালদ্বীপের পথে ছুট দেওয়ার আগে কিছুটা ভাবনায় পড়তে হবে। কারণ ১ ডিসেম্বর থেকে বাড়তে যাচ্ছে দেশটিতে ভ্রমণের খরচ।

বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল পর্যটন গন্তব্য মালদ্বীপে এখন যেতে যতটা না খরচ, তার চেয়ে বেশি ব্যয় করতে হবে ফেরার সময়। মালদ্বীপ ছেড়ে যাওয়ার খরচ বাড়ছে প্রায় চার গুণ। উড়োজাহাজে টিকিটের শ্রেণি অনুযায়ী ‘প্রস্থান কর’ বেড়ে দাঁড়িয়েছে—

ইকোনমি ক্লাস: ৫০ ডলার (আগে ছিল ৩০ ডলার)

বিজনেস ক্লাস: ১২০ ডলার (আগে ছিল ৬০ ডলার)

ফার্স্ট ক্লাস: ২৪০ ডলার (আগে ছিল ৯০ ডলার)

প্রাইভেট জেট: ৪৮০ ডলার (আগে ছিল ১২০ ডলার)

বয়স বা পাসপোর্ট নির্বিশেষে সব বিদেশি পর্যটকদের এই প্রস্থান কর দিতে হবে। ফ্লাইটের দৈর্ঘ্য বা সময় যতক্ষণই হোক না কেন একই পরিমাণ কর দিতে হবে। অর্থাৎ দিল্লির ৪ ঘণ্টার ফ্লাইট বা লন্ডনের ১১ ঘণ্টার ফ্লাইটে যাত্রীদের জন্য কর একই। তবে এই কর মালদ্বীপে যাওয়া–আসার বা অবস্থানের সময় নগদ দিতে হবে না। আগের মতোই বিমান টিকিটের মূল্যের সঙ্গে এই কর যুক্ত থাকবে। তাই কর বৃদ্ধির এই বিষয়টি হয়তো কিছু পর্যটকের চোখে পড়বে না।

কর বাড়ানোর ঘোষণা দিয়ে মালদ্বীপের ইনল্যান্ড অ্যাভিনিউ অথোরিটির (এমআইআরএ) মতে, এই করের রাজস্ব দিয়ে মূলত ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের (এমএলই) রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয় করা হয়।

এদিকে মালদ্বীপের এয়ারলাইনস বিয়ন্ড তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে, যারা মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা যেন ৩০ নভেম্বরের আগে টিকিট কিনে নেন। এতে করে নতুন যুক্ত হওয়া বিশাল অঙ্কের কর থেকে বাঁচতে পারবেন।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা ৫ লাখ ২৫ হাজার। ১ হাজারেরও বেশি দ্বীপ ও প্রবালপ্রাচীরে গঠিত দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি পর্যটন। দুটি রিসোর্ট নিয়ে ১৯৭২ সালে পর্যটন শিল্পে যাত্রা শুরু করে দেশটি। বর্তমানে দেশটিতে ১৮০টি রিসোর্ট রয়েছে। এ ছাড়া হোটেল, গেস্টহাউসসহ পর্যটকদের জন্য দারুণ সব ব্যবস্থা রেখেছে দেশটি। হোটেল ও রিসোর্টগুলো সহজেই পুরো একটি দ্বীপ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে।

চলতি বছরের প্রথম আট মাসে দেশটিতে ভ্রমণ করেছেন ২০ হাজার ৮৪০ বাংলাদেশি পর্যটক। ছবি: এএফপি

চলতি বছরের প্রথম আট মাসে দেশটিতে ভ্রমণ করেছেন ২০ হাজার ৮৪০ বাংলাদেশি পর্যটক। ছবি: এএফপি

বিলাসপ্রেমী পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হওয়ায় বিলাসবহুল অনেক ব্র্যান্ডও তাদের ব্যবসার জন্য মালদ্বীপকে বেছে নিয়েছে। রিটজ কার্লটন, সিক্স সেন্সেস ও সেন্ট রেজিসের মতো আন্তর্জাতিক হোটেলের শাখা আছে দেশটিতে। এসব হোটেলের একটি রুম বা ভিলায় এক রাত থাকতে হলে গুনতে হবে হাজার হাজার ডলার।

বর্তমানে মালদ্বীপের পর্যটকদের শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম আট মাসে ২০ হাজার ৮৪০ বাংলাদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত