Homeদেশের গণমাধ্যমেগণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে সভা

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে সভা

[ad_1]


গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৭ নভেম্বর ২০২৪  

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে সভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের হাতে বুধকার শুভেচ্ছা উপহার তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়। একই সঙ্গে শহিদ পরিবার ও আহতদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস,

অতিরিক্ত জেলা প্রশসক (শিক্ষা ও আইসটি) মিজ সালমা পারভীন, শহিদ জিল্লুর শেখের বাবা হাসান শেখ, আহত আরিফ মো. কিবরিয়ার খালা মিনা আক্তার, গোপালগঞ্জ জেলার ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আলী ত্বহা, জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা শহিদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।

ঢাকা/বাদল/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত