[ad_1]
সাম্প্রদায়িক সংঘাত ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। এ আহ্বানে আগামী আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডেকেছে দলটি।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এ কথা জানান দলের সম্পাদক ফয়জুল হাকিম।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মিতু সরকারের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বাঙলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ঢাকা অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ-সভাপতি দীপা মল্লিক, অ্যাডভোকেট মনোয়ার হোসেন উজ্জ্বল ও জয়ভীম, ছাত্র-যুব ফেডারেশন সাধারণ সম্পাদক হেমন্ত দাষ।
সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ হবার পর বাংলাদেশ যখন গণতান্ত্রিক সরকার-সংবিধান ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে চলেছে, সে সময় ভারতে বসে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের কাছে বিলিয়ে দিয়ে গত সাড়ে ১৫ বছর শেখ হাসিনা ভারতের সেবা করে এসেছিল।
কাজী ইকবাল বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একশ্রেণির মতলববাজ নেতাদের মাধ্যমে তৎপরতা চালাচ্ছে এবং বাংলাদেশের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের একটি অংশ তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন।
দীপা মল্লিক বলেন, বাংলাদেশকে চোখ রাঙ্গানি না দিয়ে বাংলাদেশ থেকে ভারতকে হাত গুটাতে হবে।
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়ে হেমন্ত দাষ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একে বিনষ্ট হতে দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না।
[ad_2]
Source link