Homeদেশের গণমাধ্যমেবিসিএসের পিছনে না ছুটে উদ্দোক্তা হতে বললেন চবি উপাচার্য

বিসিএসের পিছনে না ছুটে উদ্দোক্তা হতে বললেন চবি উপাচার্য

[ad_1]


চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৭ নভেম্বর ২০২৪  

বিসিএসের পিছনে না ছুটে উদ্দোক্তা হতে বললেন চবি উপাচার্য


শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

তিনি বলেন, “আপনারা শুধু বিসিএস এর পেছনে ছুটবেন না; উদ্দোক্তা হোন। কর্মকর্তা-কর্মচারি হওয়ার চেয়ে উদ্যোক্তা হওয়ার মধ্যে আলাদা আনন্দ আছে। আমাদের জমি বাড়ছে না কিন্তু জনসংখ্যা বাড়ছে। এ অল্প জমিতে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে অধিক উৎপাদন সম্ভব।”

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কৃষি সম্প্রসারণ, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নকে সমৃদ্ধ করে। বিশ্বে কৃষি ক্ষেত্রে চাহিদা ও চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিভা অন্বেষণ ও দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শুধু কৃষি খাতের উন্নয়ন নয়, বরং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকের জীবনমান উন্নত করা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।”

চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এফএমডি প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ সেমিনার ও প্রদর্শন মেলার অনুষ্ঠিত হয়।

এতে চবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা/মিজান/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত