Homeরাজনীতিযে সংগঠনের অনুমোদনই নেই সেটা নিষিদ্ধের কী আছে: ইসকন ইস্যুতে মান্না

যে সংগঠনের অনুমোদনই নেই সেটা নিষিদ্ধের কী আছে: ইসকন ইস্যুতে মান্না

[ad_1]

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে প্রফেসর কে. আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না। বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবে না। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।

অধ্যাপক ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুমসহ অন্যরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত