Homeরাজনীতিট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগে মেননের নাম, ওয়ার্কার্স পার্টির বিস্ময়

ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগে মেননের নাম, ওয়ার্কার্স পার্টির বিস্ময়

[ad_1]

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যার’ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তার দল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে রাশেদ খান মেননকে ‘মিথ্যা মামলা’য় জড়ানো হয়েছে দাবি করে এর নিন্দা জানানো হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাধিক হত্যা মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন রিমান্ড শেষে এখন কারাগারে রয়েছেন।

তার কারান্তরীণ সময়ে দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা বিবৃতিতে দাবি করা হয়, ২০১৩ সালে হেফাজতের সৃষ্ট ঘটনায় দায় তাদেরই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা নিজেরাই নিজেদের কর্মী খুন করে এবং বায়তুল মোকারম এলাকায় আগুন লাগিয়ে কোরান শরিফ পুড়িয়ে যে তান্ডব সৃষ্টি করেছিল, এদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রাশেদ খান মেননের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত