Homeবিনোদনঅগ্রিম টিকিটের রেকর্ড সৃষ্টি করে পর্দায় আসছে ‘মোয়ানা ২’

অগ্রিম টিকিটের রেকর্ড সৃষ্টি করে পর্দায় আসছে ‘মোয়ানা ২’

[ad_1]

২০১৬ সালে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয় দারুণ মুগ্ধতায়। পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয় ‘তে ফিতির’ নামক একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানা। বক্স অফিসে ছবিটি আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। অপেক্ষাটা বেশ দীর্ঘ হলেও এবার তার পালা শেষ হতে চলেছে। পর্দায় আসছে ‘মোয়ানা ২’। আগামী ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। ‘মোয়ানা ২’-তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। গত ২৯ মে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। এরপর প্রকাশ হয় একটি গান। যার শিরোনাম ‘উই আর ব্যাক’। গানটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এবং ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়। গানটি বেশ সাড়া ফেলেছে দর্শদের মাঝে। এর আগে টিজারে আভাস পাওয়া যায়, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা। দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে। টিজারের শেষে মাউয়িকে মোয়ানার নৌকায় পৌঁছাতে দেখা যায়। ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ কতখানি তা বোঝা যায় অগ্রিম টিকিটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্য মতে, ‘মোয়ানা ২’ অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।

এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয় বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল শো হতে যাচ্ছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘উইকেড পার্ট ওয়ান’ এবং ‘ডিউন : পার্ট টু’ এর পরেই আছে মোয়ানা ২- এর অবস্থান। তাই আগের ছবির মতো এ ছবিও যে আলোড়ন তুলতে যাচ্ছে তা বলার অবকাশ রাখে না। এর আগে ডিজনির পক্ষ থেকে ঘোষণা হয়েছিল যে অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন, যা মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত