Homeঅর্থনীতিডিজিটাল স্বাস্থ্যসেবা ‘সুখী’ অ্যাপের উদ্বোধন

ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘সুখী’ অ্যাপের উদ্বোধন

[ad_1]

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘স্বাস্থ্য সেবার সব সমাধান’ —এই স্লোগান সামনে রেখে, সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এখন ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে। এ ছাড়া পুষ্টিবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন পেশাদারি সেবাও সহজলভ্য। বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার, প্যারেন্ট কেয়ার এবং ন্যানি সেবা।

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সুখীর সেবা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে। ‘সুখী সেবা কেন্দ্র’ এবং কল সেন্টার ১০৬৫৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে এসব সেবা নেওয়া যাবে। শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়াই সুখীর মূল লক্ষ্য।

আজ মিরপুরের টেলিকম ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

মো. আশরাফুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া। সুখী এই লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘সুখী একটি যুগান্তকারী উদ্যোগ, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে।’

গ্রামীণ ইয়ামেন এবং গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সুখী সেবা মধ্যপ্রাচ্যের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। গ্রামীণ ইয়ামেনের অবকাঠামো এবং আঞ্চলিক অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যের বাজারে সুখীর সেবা সহজে একীভূত করতে সহায়ক হবে।

‘সুখী’ অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া www. sukhee. com ও ১০৬৫৭ নম্বরে কল করে সহজেই সেবা নেওয়া যাবে। সুখী তার প্রতিশ্রুতিতে অটল থেকে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত