Homeদেশের গণমাধ্যমেছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার চাই: শিবির সভাপতি

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার চাই: শিবির সভাপতি

[ad_1]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, বিভিন্ন ক্যাম্পাসের কোন্দল নিরসনে সব ছাত্র সংগঠন একসঙ্গে কাজ করবে। ছাত্র সংসদ নির্বাচন ও ছাত্ররাজনীতি সংস্কারের বিষয়ে একমত হয়েছি। ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার চাই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের নিয়ে ছাত্রশিবিরে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

মঞ্জরুল ইসলাম বলেন, দেশের বিরাজমান অবস্থা অস্থিতিশীল করতে আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে। ৩৪ ছাত্র সংগঠন একমত হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা একমত পোষণ করবে। একসঙ্গে মাঠে ভূমিকা রাখবে।

তিনি বলেন, বৃহত্তর যেকোনো ইস্যুতে সব ছাত্র সংগঠন এক হয়ে কাজ করছে, কোনো বিভেদ নেই। ২৪-এর আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সব ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, ক্যাম্পাসে ভয়ের রাজনীতি আর চায় না ছাত্রসমাজ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরাজনীতি নয় বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, এমন রাজনীতি চায় বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত