Homeজাতীয়অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন পার্থ

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন পার্থ

[ad_1]

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, এ সরকার দুর্বল সরকার। জনগণের সরকারই জবাবদিহিমূলক সরকার।

আপনারা (গণমাধ্যম) যদি সত্যি নিরাপত্তা চান তাহলে আপনাদের এই ক্যাম্পেইনটা শুরু করতে হবে সরকারের সঙ্গে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। এটাই সমাধান। 

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক মতবিনিময়  সভায় রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ‘আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে। 

তিনি বলেন, গণমাধ্যমও বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় ছিল। দুর্বল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তা মিলবে না। 

দেশের সংবাদমাধ্যমগুলোর ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। আমরা এর নিন্দা জানাই। যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা আপনাদের (গণমাধ্যম) সঙ্গে আছি, জনগণের সঙ্গে আছি। আমাদের লড়াই বাকস্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কোনো গণমাধ্যম অফিসের সামনে গরু জবাই করা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করার শামিল। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত