Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও ১ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও ১ আসামি গ্রেপ্তার

[ad_1]


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৮ নভেম্বর ২০২৪  

চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও ১ আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম আদালতের আইনজীবী ও এপিপি সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এই আসামির নাম রাজিব ভট্টাচার্য্য। সিসিটিভির ফুটেজে শনাক্ত হওয়ার পর পেশায় মাদক কারবারি এই যুবককে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ। আইনজীবী হত্যায় এই নিয়ে মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবী আলিফ হত্যার সময়কার ছবিতে রাজিবের উপস্থিতি দেখা গেছে। ওই ছবিতে দেশি অস্ত্র এবং বটি হাতে কয়েকজন যুবকের পেছনে ইটের টুকরো হাতে তাকে দেখা যায়।

রাজিবের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হন। 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব আইনজীবী আলিফ হত্যায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছেন। 

ঢাকা/রেজাউল/বকুল  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত