Homeজাতীয়কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি নান্দাইলে গ্রেফতার

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি নান্দাইলে গ্রেফতার

[ad_1]

কাশিমপুর কারাগার থেকে জেল পলাতক আসামি আতাহার আলীকে (৩২) নান্দাইল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে নান্দাইল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আতাহার নান্দাইল উপজেলার লংগারপাড় গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কোনাবাড়ী সহ বেশ কয়েকটি থানায় আতাহার আলীর নামে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতারের পর কাশিমপুর কারাগারে রাখা হয়।কারাগারে বন্দী থাকা অবস্থায় গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে অন্য আসামিদের সঙ্গে কারাগারের মধ্যে দাঙ্গাহাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগসহ ত্রাসের সৃষ্টি করে দায়িত্বপালনরত কর্মকর্তাদের আঘাত করে জেল থেকে পালিয়ে যায়।

নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নান্দাইলের লংগারপাড় গ্রামে জেল পলাতক আসামী আত্মগোপনে আছে। পরে উপপরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আতাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত