Homeরাজনীতিবাংলাদেশ মাথা নত করবে না: আসাদুজ্জামান ফুয়াদ

বাংলাদেশ মাথা নত করবে না: আসাদুজ্জামান ফুয়াদ

[ad_1]

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এখন এ দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না।

রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদদের স্মরণে শহীদী ঐক্য চত্বরে (যাত্রাবাড়ী মোড়) আজ শুক্রবার দুপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যাত্রাবাড়ী থানা শাখা আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও যাত্রাবাড়ী থানান আহ্বায়ক সুলতান মোহাম্মদ আরিফের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক এবং যাত্রাবাড়ীর অন্যতম শহীদ আব্দুর রহমান জিসানের মা জেসমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘উপদেষ্টাদের এসি রুম থেকে বের হয়ে জনগণের দুঃখ-দুর্দশা শুনতে হবে। জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের চিকিৎসা ও নিহতদের পরিবারের খোঁজ রাখতে হবে।’

সভায় সভাপতির বক্তব্যে বি এম নাজমুল হক বলেন, ‘আমার বাংলাদেশ পার্টি গোটা বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। এখন নতুন বাংলাদেশ গঠনে আমরা আপনাদের সঙ্গে নিয়ে ভূমিকা রাখতে চাই।’ তিনি সরকারকে জনগণের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত