Homeরাজনীতি‘আইনজীবী সাইফুল হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে’

‘আইনজীবী সাইফুল হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে’

[ad_1]

আইনজীবী সাইফুল হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এসময় তিনি বাংলাদেশের মানুষকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনের গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া’র দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বিক্ষোভ মিছিল করেন তারা।

আবুল হাসান রুবেল বলেন, ‘মানুষ রক্তে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা করেছে, অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে পণ্ড করতে দেশে-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, মানুষ সেই ষড়যন্ত্রে পা দেবে না। এই দেশের মানুষ সম্প্রীতির যে মেলবন্ধন তৈরি করেছে, সেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত ফ্যাসিস্ট ও তার দোসররা।’

দলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ানের সভাপতিত্বে এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামান, উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন ও সদস্য সচিব মাহবুব রতন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত