Homeবিনোদনদুই দেশের শিল্পীদের সুরের মূর্ছনায় মোহিত ঢাকার দর্শক

দুই দেশের শিল্পীদের সুরের মূর্ছনায় মোহিত ঢাকার দর্শক

[ad_1]

উপচে পড়া দর্শকের সামনে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ গাইলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছিল ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টটি। আতিফ আসলাম মূল আকর্ষণ হলেও দর্শক দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের তাহসান ও কাকতালের গান। আরও ছিলেন পাকিস্তানের আব্দুল হান্নান।

কনসার্টে গাইছেন তাহসান খান। ছবি: আজকের পত্রিকা

কনসার্টে গাইছেন তাহসান খান। ছবি: আজকের পত্রিকা

বিকেল ৫টার দিকে বাংলাদেশের ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। ততক্ষণে স্টেডিয়াম পূর্ণ হয়ে উঠেছে দর্শকে। কাকতালের চমৎকার পরিবেশনা শেষে ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন হান্নান। গান গেয়ে দর্শক মাতানোর ফাঁকেই জানিয়ে দিলেন, ‘এটা আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো।’।

গাইছেন পাকিস্তানি শিল্পী আব্দুল হান্নান। ছবি: আজকের পত্রিকা

গাইছেন পাকিস্তানি শিল্পী আব্দুল হান্নান। ছবি: আজকের পত্রিকা

এরপর মঞ্চে আসেন কনসার্টের অন্যতম আকর্ষণ তাহসান খান। তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো স্টেডিয়াম কণ্ঠ মেলায় তাঁর সঙ্গে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি স্টেজে উঠতেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। কিছুটা বিরতির পর বিদ্যুৎ-সংযোগ ঠিক হলে রাত ৯টায় আবার মঞ্চে আসেন আতিফ। পরিবেশন শুরু করেন ‘জিতনি দোফা’ দিয়ে। পুরো স্টেডিয়াম সমস্বরে গেয়ে ওঠে আতিফের সঙ্গে। একে একে আতিফ গাইলেন ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’র মতো জনপ্রিয় গানগুলো। মঞ্চে দাঁড়িয়ে আতিফ বললেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত