Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত : জয়শঙ্কর

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত : জয়শঙ্কর

[ad_1]

বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচটি প্রশ্নের লিখিত জবাবে এস জয়শঙ্কর এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) ওই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করেছে লোকসভা।

এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, চলতি বছরের আগস্ট ও এর পরে বিভিন্ন সময় বাংলাদেশজুড়ে হিন্দু ও অন্য সংখ্যালঘুর ওপর সহিংসতা, তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার বেশ কিছু খবর দেখেছে সরকার। ঘটনাগুলো ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে।

চালতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলার খবর পাওয়া গেছে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। এসব ঘটনার পর বাংলাদেশ সরকার বিশেষ নিরাপত্তার নির্দেশ দেয়। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সরকারের।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত