Homeবিনোদন‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর’, লিখলেন কবীর সুমন

‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর’, লিখলেন কবীর সুমন

[ad_1]

ভারত-বাংলাদেশ দুপাড়েই জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। সমসাময়িক বিষয় তাঁকে আলোড়িত করলে মন্তব্য করতে একচুল পিছপা হন না। সম্প্রতি দুই দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই সংগীতজ্ঞ। আগে-পিছে কোনো মেনশন ছাড়াই তিনি লিখলেন— ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর– আমি প্রেম করছি, প্রেম ক’রে যাবো।’

সাধারণত কবির সুমনের লেখায় প্রেম আর বিদ্রোহ বরাবরই হাত ধরাধরি করে চলে। যে কোনো অশান্ত পরিস্থিতি আর পাঁচজন যেভাবে দেখেন, তিনি দেখেন অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে। আর এ কারণে তাঁর মন্তব্যকে বেশির ভাগ সময়ই বিতর্কেরও জন্ম।

কবীর সুমনের ফেসবুকে পোস্ট

কবীর সুমনের ফেসবুকে পোস্ট

এর আগেও বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কবীর সুমন নিজের মতামত প্রকাশ করেছেন। ধারণা করা যায়, তাঁর এই পোস্টের প্রথমাংশ ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর’ একেবারেই ধর্মে ধর্মে যুদ্ধের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। এর পরের অংশে প্রেমের জয়গান গেয়ে ‘প্রেমিক’ গায়ক বলছেন, ‘আমি প্রেম করছি, প্রেম করে যাবো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত