Homeদেশের গণমাধ্যমেমোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত বা আল্লাহর নাম যুক্ত করা কি ঠিক?

মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত বা আল্লাহর নাম যুক্ত করা কি ঠিক?

[ad_1]

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন। বর্তমানে মোবাইল দিয়ে কী-না হচ্ছে। যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা, লেনদেন, অফিশিয়াল কাজ এমনকি ব্যবসা-বাণিজ্যের কাজেও মোবাইলের ব্যবহার বাড়ছে। আর হাতের এ মোবাইল ফোনটি এখন প্রায় সবারই ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী হিসেবেও কাজ করছে।

তাই অনেকেই তার শখের মোবাইল ফোনটি মনের মাধুরী দিয়ে সাজাতে পছন্দ করেন। যার মধ্যে মোবাইলের স্ক্রিনসেভার বা ওয়ালপেপার খুবই গুরুত্বপূর্ণ।

এখন প্রশ্ন হচ্ছে, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির যুক্ত করা কি ঠিক?

কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির এবং আল্লাহর অন্যান্য নিদর্শনাবলিকে যথাসম্ভব সম্মান করা, কোনোভাবে যেন এগুলোর অসম্মান না হয়, সেদিকে লক্ষ রাখা এবং এ ব্যাপারে সতর্ক থাকা আমাদের সবার কর্তব্য।

আল্লাহ তা’আলা বলেন, ذٰلِکَ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

অর্থ: ‘এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটা তো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ’। (সূরা: হজ, আয়াত: ৩২)

মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহ তা’আলার নাম বা কোনো জিকির থাকলে ক্ষেত্রবিশেষে এগুলোর অসম্মান হওয়ার আশঙ্কা থাকে। কারণ মোবাইল সব সময় সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না। যেখানে-সেখানে যত্রতত্র রাখা হয়। মাঝে মাঝে টয়লেট বা অপবিত্র স্থানেও নেওয়া হয়। চার্জ দেওয়া অথবা অন্য কোনো কারণে মেঝেতে ফেলে রাখা হয়। আর তাই সামগ্রিক বিবেচনায় মোবাইলের ওয়ালপেপার হিসেবে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা জিকিরযুক্ত ছবি সেট করা ঠিক নয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত