Homeবিনোদনআলভী-তিশার ‘জোনাকির আলো নেই’

আলভী-তিশার ‘জোনাকির আলো নেই’

[ad_1]

নির্মাতা এস এ হক অলিক এবার তার নিজ এলাকা জামালপুরের মনোরম লোকেশনে একটি খণ্ড নাটক নির্মাণের কাজ শেষ করেছেন। নাটকের নাম ‘জোনাকির আলো নেই’। নাটকটির মূল গল্প মিজানুর রহমান মিলনের। নাট্যরূপ ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী ও তাসনুভা তিশা। নাটকে জোনাকি চরিত্রে অভিনয় করেছেন তিশা ও সুমন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী। নাটকটি প্রসঙ্গে অলিক বলেন, ‘এটি মূলত একটি প্রেমের নাটক। সাদামাটা গল্প। কিন্তু উপস্থাপনটা একেবারেই আলাদা। আলভী ও তিশাকে নিয়ে এটা আমার প্রথম কাজ। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

জাহের আলভী বলেন, ‘এ নাটকের গল্পটা প্রেমের। সহশিল্পী তিশার সঙ্গে এর আগেও অভিনয় করেছি। তিশা সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ এবং আমাদের পরিকল্পনা আছে যে, আমরা সামনে একসঙ্গে বেশ কিছু কাজ করব।’

তাসনুভা তিশা বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনা এককথায় দুর্দান্ত, চমৎকার, ভীষণ গোছানো। ছোটবেলায় যখন থেকেই তার নাটক বা সিনেমা দেখি, তখন থেকেই তার নামটির সঙ্গে বেশ পরিচিত। যেহেতু তিনি একজন সিনিয়র পরিচালক, তাই বুঝে উঠতে পারছিলাম না কাজটা কেমন হবে, কীভাবে কী করব আমি ও আলভী। কিন্তু অলিক ভাই আমাদের মন দিয়ে কাজটা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেইসঙ্গে প্রতিটি দৃশ্যের আগে অভিনয় শিখিয়ে দেওয়ার বিষয়টা আরও অভিভূত করেছে।’

এস এ হক অলিক জানান, নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, ম আ সালাম, শওকত শোভন প্রমুখ।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত