Homeদেশের গণমাধ্যমেচাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবি

চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবি

[ad_1]


ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৩০ নভেম্বর ২০২৪  

চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবি


চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি মেনে না নিলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, “সরকারের দায়িত্ব বেকারত্ব দূর করা। ক্ষমতায় আসার আগে সব সরকার বেকারত্বের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু যখন তারা ক্ষমতায় চলে আসেন, তখন তারা তাদের সেই প্রতিশ্রুতি ভুলে যান। গত ১৯ নভেম্বর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘চাকরিতে আবেদনের ফি’র বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে।’ কেনো এতো সময় নিয়ে অ্যাসেসমেন্ট করা প্রয়োজন? এ অ্যাসেসমেন্ট তো অনেক আগেই করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রজ্ঞাপন জারি করে চাকরিতে আবেদনের ফি যেন ন্যূনতম ২০০ টাকা করা হয়। সামনে ৪৭তম বিসিএস পরীক্ষা, ফের ৭০০ টাকা দিয়ে আবেদন করতে হবে চাকরি প্রত্যাশীদের। আমরা সরকারকে তিনদিনের আল্টিমেটাম দিচ্ছি। অবিলম্বে সরকার যদি এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়, আমরা কিন্তু আন্দোলনে যাব।”

পিএসসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে এ ছাত্রনেতা বলেন, “দীর্ঘদিন ধরে নিয়োগের যে স্থবিরতা রয়েছে, সেগুলো যেন অতি দ্রুত কাটিয়ে ওঠা হয়। এখনও পিএসসিতে আওয়ামী আমলের দোসর রয়েছে। তাদের বিরুদ্ধেও যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

এ সময় অন্যদের মাঝে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাবি শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক, সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত তাদের দাবিগুলো হলো— চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করা; প্রিলিমিনারি পরীক্ষার একসেট উত্তর ও কাটমার্কস এবং প্রিলি, রিটেন ও ভাইভার নম্বর আলাদাভাবে প্রকাশ করতে হবে; বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে; পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ করতে হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত