Homeদেশের গণমাধ্যমেম্যাচসেরা হয়ে অবাক অধিনায়ক জ্যোতি

ম্যাচসেরা হয়ে অবাক অধিনায়ক জ্যোতি

[ad_1]

আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দলীয় প্রচেষ্টায় ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ব্যাট হাতে ৩৯ বলে ৪০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচসেরা হয়ে অবশ্য অবাকই হয়েছেন তিনি।

মিরপুরে আইরিশদের দেওয়া ১৯৩ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ দল শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করেছে। ওপেনার ফারজানা হক পিংকি ৮৯ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হয়ে দলের চাপ কিছুটা বাড়িয়ে দেন। সেই চাপ সামলেছেন অধিনায়ক জ্যোতি। তার ৩৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ দল ৩৭ বল আগেই জয় নিশ্চিত করেছে। শুধু ব্যাটিংয়েই নন, অধিনায়কত্বও করেছেন দারুণ। তার পরেও ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে জ্যোতি বিস্ময় ভরা কণ্ঠে বলেছেন, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগতো।’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৫৪ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যা রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। যা উইকেটের ব্যবধানে বাংলাদেশের ঘরের মাঠে সবচেয়ে বড় জয়।  দুই ম্যাচে রেকর্ড গড়ে জয় নিশ্চিত করায় সেই প্রসঙ্গ উঠে সংবাদ সম্মেলনে। হাসি মুখে জ্যোতি তখন বলেছেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দেখেন অনেক দিন ধরে এই ক্রিকেটাররা কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’

ম্যাচের উইকেট নিয়ে অধিনায়ক বলেছেন, ‘আজকে উইকেট অনেক ভালো ছিল। সকালে হয়তো একটু নিচু ছিল। পরে ভালো হয়ে গেছে। আমার মনে হয়, আয়ারল্যান্ড গত ম্যাচের চেয়ে আজকে ভালো খেলেছে। আমরা যদি বোলিংটা আরেকটু ভালো করতে পারতাম, ২০-৩০ রান কমতো। আমাদের জন্য আরেকটু ভালো হতো। তবে আমরা যেভাবে শুরু করেছি, পিংকি আপু ধারাবাহিক ছিলেন, আজকে তার ইন্টেন্ট ভিন্ন ছিল। সুপ্তা আপু আবার ভালো অবদান রেখেছেন। সব মিলিয়ে ব্যাটাররা যখন ভালো রান করে, দলের জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত