[ad_1]
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফ্যাসিবাদের ছবি থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় গত ১৬ বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে মন্তব্য করে সেগুলো তদন্ত করার ঘোষণা দেন তিনি।
শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন উপদেষ্টা।
এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। অপরিকল্পিতভাবে ফ্লাইওভার ও র্যাম্প করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সুবিধা দিতে র্যাম্প নির্মাণ করা হচ্ছে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান প্রমুখ।
[ad_2]
Source link