[ad_1]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ১ দফা দাবিতে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের ৩৬ দিনের উপর প্রদর্শনীর আয়োজন করেছে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। পত্রিকাটির সংবাদকর্মীদের দেড় শতাধিক আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে দ্য ডেইলি স্টার সেন্টারে ‘৩৬ জুলাই: নির্ভীকদের অভিবাদন’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এসময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নিষ্পেষণ থেকে মুক্তি, তাদের স্মরণ করা এবং ডেইলি স্টারের পক্ষ থেকে তাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন।
অনুষ্ঠানে সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বলেন, ‘আমরা এখনও নিরাপদ না, যারা মামলা করেছি, যারা বিচারের জন্য দাবি করছি। যে ঘটনাগুলো চারপাশে ঘটছে, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা চারপাশে যে অপকর্মগুলো করছে। তৃণমূল পর্যায় থেকে তাদের অবশ্যই চিহ্নিত করে শাস্তি দেওয়া লাগবে। এখনও তাদের যে হম্বি-তম্বি কথাবার্তা, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে। তাদের আর ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়ার সময় নেই। অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, তাদের বিচারটা যেন তাড়াতাড়ি হয়।’
তিনি আরও বলেন, ‘যারা আহত ও নিহত তাদের দিকে গণমাধ্যম ও রাষ্ট্রকে নজর দিতে হবে। তারা বেশি কিছু চায় না, তারা সহানুভূতি চায়, ভালোবাসা চায়। এই তিনমাসে বেশি বেশি নিউজ করা উচিত ছিলো গণমাধ্যমগুলোর। ‘
এসময় আরও কথা বলেন, মোহাম্মদপুরের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ, আন্দোলনে আহত ইমরান হোসেনসহ আন্দোলন ভূমিকা রাখা অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে আন্দোলনের ৩৬ দিনে ডেইলি স্টারের ভিডিও, ছবি ও সংবাদ নিয়ে তৈরি ‘দ্রোহের জুলাই: সংবাদে সংগ্রামে’ নামের একটি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।
প্রদর্শনীটি ১ থেকে ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিদিন বেলা তিনটা থেকে আলোচনা অনুষ্ঠানে আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন সাংবাদিক, শিক্ষক, পোশাকশ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
[ad_2]
Source link