[ad_1]
হাসতে ভুলে গিয়েছিল কিংস্টনের আকাশ। প্রায় সপ্তাহখানেক মুখ গোমড়া করে থাকার পর সেই আকাশ আজ প্রাণ খুলেই হেসেছে, উপহার দিয়েছে রোদে ঝলমল একটা দিন। কিন্তু এমন দিনের শেষেও মুখে শুস্ক হাসির বেশি কিছু ছিল না বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের।
মেঘ সরিয়ে আকাশ হেসে উঠলেও আউটফিল্ডের জায়গায় জায়গায় পানি জমে ছিল। ভেজা সেই আউটফিল্ড শুকিয়ে খেলার উপযোগী হতে লাগল প্রায় পাঁচ ঘণ্টা। এতটা সময় অপেক্ষা করতে কারই বা ভালো লাগে। পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হওয়া কিংস্টন টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিংটা মনের মতো হয়নি। আর তিন তিনটি ক্যাচ ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিয়ানরাই বা মনখুলে হাসে কীভাবে!
টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দিনটা শেষ করেছে ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলে। জাকির হাসানের জায়গায় দলে ফিরেই ফিফটি পেয়ে গেছেন সাদমান ইসলাম। বাংলাদেশ ওপেনার প্রথম দিনটা শেষ করেছেন ৫০ রানে অপরাজিত থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট খেলে সাদমানের এটি তৃতীয় ফিফটি।
[ad_2]
Source link