[ad_1]
হোটেল বলতে কয়েকখানা টিন দিয়ে ঘেরা ছোট্ট একটি জায়গা। মাঝখানে গোলটেবিল পেতেছেন। তাতে একসঙ্গে চারজনের বেশি বসা যায় না। একটা টেবিল ফ্যান আছে। বেড়ার সঙ্গে একটি পলিথিনে টিস্যু পেপার ঝুলিয়ে রাখেন। এক কোনায় মাটির চুলায় রান্না চলে। একাই সব করেন তিনি। আয়ের উৎসব বলতে এই হোটেল।
মমতাজ বললেন, ‘সব জিনিসের দাম বাইড়ি গিছে ভাই। হোটিল চালানি খুব কঠিন হয়া গিছে। একুন একটাই ভরসা, আগের হোটিলের সব কাস্টমার আমার হাতেই খাইচে। তারা আমার কাচেই আসে।’ মমতাজের সঙ্গে কথা শেষ করে বের হতেই শাড়ির পর্দা সরিয়ে এক ভ্যানচালককে ডাক দিলেন, ‘ভাই, খাইয়া যান।’ ভ্যানচালক বললেন, ‘রুটি খাব। আচে নাকি?’ মমতাজ তাড়াতাড়ি করে বললেন, ‘আচে আচে আসেন।’
[ad_2]
Source link