Homeবিনোদনঢাকায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

ঢাকায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

[ad_1]

ঢাকায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে শুরু হবে এই উৎসব। প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’ দিয়ে উদ্বোধন হবে ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র উৎসবের। এরপর প্রদর্শিত হবে একই নির্মাতার ‘প্যাসেঞ্জার’ ও গোলাম রাব্বানীর ‘আনটাং’। তিনটিই স্বল্পদৈর্ঘ্য। এক ঘণ্টার এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। একই দিন রাত ৮টায় উৎসবের দ্বিতীয় প্রদর্শনী হবে কারওয়ান বাজার মেট্রোরেলের সঙ্গে গোলচত্বরে, উন্মুক্ত আকাশের নিচে। সেখানেও এই তিন সিনেমা প্রদর্শিত হবে।

মূলত ঢাকা শহর থেকে দেশের সব হাট-বাজার, স্কুল-কলেজ থেকে শুরু করে গণমানুষের কাছে সিনেমা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট। ঢাকার বিভিন্ন রেলস্টেশন, মেট্রোরেলের স্টেশন, স্কুল-কলেজ, হাটবাজারে কিংবা খোলা স্থানে প্রজেক্টরের সাহায্যে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষকে বিনা মূল্যে সিনেমা দেখানোর সুযোগ করে দেওয়ার পাশাপাশি নতুন নির্মাতাদের দর্শকদের কাছে পরিচয় ঘটানোও এ উৎসবের লক্ষ্য।

মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট থেকে জানানো হয়েছে, তরুণ ও নতুন নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানোর পাশাপাশি এই আয়োজনে বিশ্বের জনপ্রিয় নির্মাতা যেমন গদার, ফ্রঁসোয়া ত্রুফো, চার্লি চ্যাপলিন, জহির রায়হান, তারেক মাসুদ, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের সিনেমাও পর্যায়ক্রমে দেখানো হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত