Homeদেশের গণমাধ্যমেব্যতিক্রমী উদ্যোগের সূচনা করলেন মেহজাবীন-ফারিণ  

ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করলেন মেহজাবীন-ফারিণ  

[ad_1]

ব্যতিক্রমী এক ই-কর্মাস প্রতিষ্ঠান পাইকারি.কম.বিডির ব্যতিক্রমী আয়োজন ‘মেম্বারশিপ প্রোগ্রাম’-এ গ্র্যান্ড লঞ্চিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। রোববার  (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকা ব্যক্তিত্বরা, তেমন আমন্ত্রিত হয়েছেন উৎসুক ক্রেতাসাধারণ ও পাইকারি.কম.বিডির বর্তমান মেম্বাররাও।

গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের এক ব্যতিক্রম উদ্যোগ মেম্বারশিপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করে।

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। পাইকারি.কম.বিডির বিনা লাভে পণ্য বিক্রি করার এ উদ্যোগটির প্রশংসা করেন গণমাধ্যম কর্মীদের কাছে। 

মেহজাবীন তার এক মন্তব্যে বলেন, “অনলাইনে কেনাকাটা তো সবাইকে করতেই হয়। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম! পাইকারি.কম.বিডির প্রশংসা করতেই হয়।” 

অন্যদিকে তাসনিয়া ফারিণ বলেন, “আমি এখন পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠানের কথা শুনিনি যারা লাভ ছাড়া পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। পাইকারি.কম.বিডি গ্রাহকদের একটু স্বস্তি দেওয়ার জন্য বিনা লাভেই পণ্য বিক্রি করছে!”

প্রতিষ্ঠান পাইকারি.কম.বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা নাবির হোসেন বলেন, “শুধু একটি নির্দিষ্ট পরিমাণের মেম্বারশিপ ফি দিয়ে যে কেউ পাইকারি.কম.বিডির মেম্বার হয়ে যেতে পারবে। আর শুধু মেম্বারই এক্সক্লুসিভলি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ।”

শুধু এককালীন মেম্বারশিপ ফি প্রদান করেই একজন মেম্বার সারা বছরজুড়ে পাচ্ছেন পাইকারি.কম.বিডি থেকে বিনা লাভে বিক্রীত পণ্য কেনার সুবিধা। উপস্থিত সুধী-দর্শক সবার মাঝে বিপুল আগ্রহ পরিলক্ষিত হয় আকর্ষণীয় এই মেম্বারশিপ প্রোগ্রামের বিষয়ে। উল্লেখযোগ্য সংখ্যক অতিথি অনুষ্ঠানস্থলেই মেম্বারশিপ গ্রহণ করেন তাদের বিক্রয় প্রতিনিধির মাধ্যমে। 

বিজ্ঞাপনী সংস্থা হেডকোয়ার্টার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এফএস নাইম। তার সহযোগিতায় ছিলেন সারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যতিক্রমী উপস্থাপন ভঙ্গির জন্য খ্যাত আলোচিত গায়ক আলী হাসান। 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত